Thursday, January 21, 2021
- Advertisement -
Home হলিউড স্করসিসের মতোই মার্ভেলে অরুচি ভিনসেন্ট ক্যাসেলের

স্করসিসের মতোই মার্ভেলে অরুচি ভিনসেন্ট ক্যাসেলের

বিনোদন প্রতিবেদক:

মার্ভেলের নতুন সিনেমা এলে ভক্তদের ভিড় লেগে থাকে সিনেমা হলে। কিন্তু স্করসিসের মতো একজন শীর্ষ নির্মাতার কাছে মার্ভেলের সিনেমাকে সিনেমাই মনে হয় না। এবার সেই তালিকায় নাম লেখালেন হলিউড তারকা ভিনসেন্ট ক্যাসেল। তিনি জানিয়েছেন, মার্ভেলের সিনেমাগুলো তার কাছে শিশুদের সিনেমা মনে হয়।

এক সাক্ষাতকারে মার্ভেলের সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের সিনেমাগুলো আমি এখন আর দেখি না। যখন প্রথম টেকনোলজির কারণে আয়রন ম্যান বা স্পাইডারম্যানকে দেখতে বাস্তব মনে হতো, তখন আগ্রহ ছিল। এখন এটা স্বাভাবিক হয়ে গেছে।’

ভিনসেন্ট ক্যাসেল জানান, তাকে কমিক-বুক ফিল্মের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কমিক বইয়ের ভক্ত ছিলাম, কিন্তু তখন ছোট ছিলাম। আমি মনে করি এই সিনেমাগুলো শিশুদের জন্য। আমার মধ্যে শিশুতোষ কিছু বিষয় থাকলেও এই সিনেমা গুলো দেখতে চাই না আমি।’

এর আগে জেমস ক্যামেরন জানিয়েছেন মার্ভেল সিনেমা ভালো লাগে না তার। মার্টিন স্করসিস মার্ভেল সিনেমা সম্পর্কে বলেছিলেন, এগুলোকে তার কাছে ‘থিম পার্ক’ মনে হয়।

সুত্র/চ্যানেলআই

- Advertisment -

সর্বশেষ

ঢাকায় ফিরলো ‘আয়না’ চলচ্চিত্রের টিম

165
আনিফা আরশি: গুণী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবরের নতুন সিনেমা ‘আয়না’। গত ১৪ই অক্টোবর থেকে ধামরাই শুরু হয়েছিলো শুটিং। মোহনা মুভিজ এর ব্যানারে...