বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর সালমান খান আবারও একসঙ্গে মঞ্চে। দিল্লির একটি বিয়ের পার্টিতে দুজনের নাচের মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত ক্লিপ। ‘করণ-অর্জুন’-খ্যাত এই যুগলকে শুরুতেই একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। অতিথিরা বুঝেই গেলেন, রাতটা অন্যরকম হতে যাচ্ছে।
স্টেজে যখন বাজল ‘ও জানে জানা’, সালমানের সেই জনপ্রিয় গানের তালে দুজনের নাচে পুরো ভেন্যুর দৃষ্টি আটকে গেল। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায়, শাহরুখ আগের মতোই নাচের স্টেপগুলো ঠাহর করে নাচছেন আর সালমানও তাল মিলিয়ে মঞ্চ জমিয়ে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটি ছড়িয়ে পড়তেই ভক্তদের উচ্ছ্বাস থামছেই না। অনেকে মন্তব্য করছেন—দুজনকে একসঙ্গে দেখলে এখনও আগের দিনের মতোই পর্দার কেমিস্ট্রি টের পাওয়া যায়।
শুধু এই গানই নয়, বিয়ের আরও কয়েকটি হিট ট্র্যাকে নাচলেন শাহরুখ ও সালমান। বর-কনের সঙ্গে ছবিও তুললেন, শুভেচ্ছা জানালেন। একই অনুষ্ঠানে অভিনেত্রী জাহ্নবী কাপুরও পারফর্ম করেন, যে কারণে সন্ধ্যাটাকে বলিউডময় মনে হয়েছে অতিথিদের কাছে।
অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুই খান। সালমান শিগগিরই আসছেন অপূর্ব লাখিয়ারীর পরিচালনায় ‘ব্যাটল অফ গালওয়ান’ চলচ্চিত্রে। ২০২০ সালের ভারত–চীন সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি এই ছবির শুটিং চলছে লেহ-লাদাখে, মুক্তি পাওয়ার কথা আগামী জুনে।
শাহরুখও প্রস্তুতি নিচ্ছেন তার নতুন ছবি ‘কিং’-এর জন্য। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। ছবিতে থাকছেন সোহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জাইদীপ আহলাওয়াতসহ আরও অনেকে।
দিল্লির বিয়ের মঞ্চে দুই খানের এই নাচ শুধু একটি ভাইরাল ক্লিপ নয়—বলিউড ভক্তদের কাছে এটা ছিল নস্টালজিয়ার সরাসরি ডোজ, যা আবারও মনে করিয়ে দিল কেন তাদের একসঙ্গে দেখা এখনো এত বড় ঘটনা।




