Thursday, January 15, 2026
spot_imgspot_img
Homeঢালিউডশাকিব খানের ‘সোলজার’ বিতর্কে, শাহরুখের সিনেমার সঙ্গে মিল দেখাচ্ছে ভারতীয় মিডিয়া

শাকিব খানের ‘সোলজার’ বিতর্কে, শাহরুখের সিনেমার সঙ্গে মিল দেখাচ্ছে ভারতীয় মিডিয়া

মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘সোলজার’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। নায়কের নতুন লুক, সঙ্গে নায়িকা তানজিন তিশার ফার্স্ট লুক—সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের কৌতূহল বেশ চেপে ধরেছে। ঠিক এমন সময় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি তুলেছে, কলকাতার মতে নাকি শাকিবের এই সিনেমা বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে।

আনন্দবাজার তাদের প্রতিবেদনে প্রথমেই উল্লেখ করেছে একটি মজার মিল—বাংলাদেশে শাকিব খান যেভাবে ‘কিং খান’ নামে পরিচিত, ঠিক তেমনই দীর্ঘ তিন দশক ধরে বলিউডে শাহরুখ খানের ডাকনামও একই। সেই পরিচয়ের বাইরে গিয়ে এখন প্রশ্ন উঠছে, শাকিব কি সত্যিই শাহরুখের ছবি থেকে অনুপ্রেরণা নিয়েছেন?

পত্রিকাটির দাবি, ‘সোলজার’-এর চিত্রনাট্যে নাকি ‘জাব তাক হ্যায় জান’-এর ছাপ স্পষ্ট। শুধু নায়কের চরিত্র নয়, দুই ছবির কাঠামোতেও মিল দেখানো হয়েছে তাদের প্রতিবেদনে। শাহরুখের ছবিতে যেমন ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা—শাকিবের বিপরীতেও এবার দুই নায়িকা, তানজিন তিশা এবং ঐশী।

দর্শকের আগ্রহ আর ভারতীয় গণমাধ্যমের এমন মন্তব্য—সব মিলিয়ে ‘সোলজার’ ঘিরে রহস্য, আলোচনার ঢেউ এবং প্রত্যাশা এখন আরও বেড়ে গেছে। ছবিটি মুক্তির পরই পরিষ্কার হবে, বিতর্কটা কতটা টিকে থাকে আর কতটা মিল বাস্তবে পাওয়া যায়।

সম্পর্কিত লেখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য